Wellcome to National Portal
কারা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০২৪

কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সংক্ষিপ্ত তথ্য

   

 

ক্রমিক নং‌

নাম ও পদবী

ছবি

 

০১

 

জনাব সুমাইয়া খাতুন, ডেপুটি জেলার

 

০২

 

মোঃ সুজন মিয়া , কারারক্ষী নং-১৩৬৬৫

 

 

০৩

 

মোছাঃ রাজিয়া খাতুন ,মহিলা কারারক্ষী নং-১৩৬০৩

কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সংক্ষিপ্ত তথ্য

“রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’’ এ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় বকশিবাজার রোডের পূর্ব পার্শ্বে ২০১২ সালে কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর যাত্রা শুরু হয়। বার্ষিক প্রশিক্ষণসূচীর ভিত্তিতে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়।

*    প্রতিষ্ঠা লগ্ন হতে অদ্যাবধি বিভিন্ন মেয়াদে জেল সুপার, জেলার, ডেপুটি জেলার, অফিস সহকারী, কারা সহকারী, কারারক্ষি, মহিলা কারারক্ষি, প্রিজন্স ইন্টেলিজেন্স ইউনিটসহ বিভিন্ন মেয়াদে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ইতোমধ্যে প্রদান করা হয়েছে।

*   কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সার্বিক সমন্বয়ের ভূমিকায় রয়েছেন কারা মহাপরিদর্শক মহোদয় ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক মহোদয় কারা অধিদপ্তর, ঢাকা। একজন জেল সুপার বর্তমানে এর পরিচালকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে কারা প্রশিক্ষণ ইনস্টিটিউটে একজন ডেপুটি জেলার ও তিনজন কারারক্ষি এবং মহিলা কারারক্ষী যাবতীয় দাপ্তরিক কাজসহ সার্বিক বিষয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

*    এখানে প্রশিক্ষণার্থীদেরকে কারা অধিদপ্তরের সাথে সংযুক্ত রেখে কারা বিধি, অফিস ম্যানেজমেন্ট, কম্পিউটার, নিরাপত্তা ইউনিটের কার্যক্রম, চাকুরীর সাথে সংশ্লিষ্ট সকল আইন-কানুন ও বিধি বিধান সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান দান সহ সার্বিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ সংক্রান্ত বিভিন্ন নিয়মিত শর্ট ও লং কোর্স ও সময়ে সময়ে বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

*    কারা বিভাগে নব-নিয়োগ প্রাপ্ত জেল সুপার, জেলার, ডেপুটি জেলার, ফার্মাসিস্ট, ডিপ্লোমা নার্স, অফিস সহকারী, কারা সহকারী ও কারারক্ষিদেরকে সুপরিকল্পিত ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নির্ধারিত সময়ের প্রশিক্ষণ প্রদান করা হয়।

*   কারা কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সার্বিক উৎকর্ষ সাধন করে কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট এ নিয়মিত বিরতিতে সময়োপযোগী অধিকতর প্রশিক্ষণ প্রদান অব্যাহত আছে।