রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রকে পূর্ণাঙ্গ একাডেমি ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে কারা প্রশিক্ষণ চত্বরে ৩৮তম রিক্রুট ব্যাচ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। কুচকাওয়াজে অংশ নেয়া শ্রেষ্ঠ তিন কারারক্ষী প্রশিক্ষণার্থীর মাঝে ক্রেস্ট উপহার দেয়া হয়। এরা হলেন- কারারক্ষী রবিউল ইসলাম ভূঁইয়া, রনি বড়ুয়া ও ইসরাত জাহান।
কারা একাডেমির নিয়মিত প্রশিক্ষণের তথ্য তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের ৪ মে ৩৮তম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়। ১৩ আগস্ট প্রশিক্ষণ সমাপনী ঘটে। ১৫ সপ্তার প্রশিক্ষণে ১২৫ জন পুরুষ ও ২০ জন নারী অংশ নেয়। ৬ জন জেল সুপার, ১০ জন ডেপুটি জেলার ও ৩৭ জন কারারক্ষী প্রশিক্ষণ গ্রহণ করেন। -