Wellcome to National Portal
কারা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ August ২০১৪

রাজশাহীতে প্রথম কারা একাডেমির যাত্রা শুরু


প্রকাশন তারিখ : 2014-08-19

রাজশাহীতে যাত্রা শুরু করলো দেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি। গতকাল রাজশাহী কেন্দ্রীয় করাগারে ৩৮তম কারারক্ষী ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। কারাগারের নিজস্ব জমিতে ১২৫ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে এই কারা একাডেমি। এর আগে প্রতিষ্ঠানটি কারা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান বলেন, কারাগার এখন আর শাস্তি কার্যকর করার প্রতিষ্ঠান নয়, কালের বিবর্তনে কারাগারকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। আধুনিক ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কারারক্ষীদের প্রশিক্ষিত করা হচ্ছে। কারাগার এখন আত্মশুদ্ধির জায়গা। এর নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখা এবং আধুনিক করতে যাবতীয় ব্যবস্থা সরকার গ্রহণ করবে। এ সময় তিনি কারারক্ষীদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, অনেক সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও এখানকার কারারক্ষীরা নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্ত ও কসরত প্রদর্শন করেছে। আমি আপনাদের কুচকাওয়াজ দেখে অভিভূত হয়েছি। এই প্রশিক্ষণ আরও সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য সরকার রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।