Wellcome to National Portal
কারা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জানুয়ারি ২০২৫

আই.সি.টি ইউনিট

 

ক্রমিক নং‌

নাম ও পদবী

ছবি

 

০১

 

জনাব মোঃ ফয়েজ-উর রহমান, ডেপুটি জেলার

 

০২

 

মোঃ বরকত উল্লাহ, কারারক্ষী নং ৪২২৫৬ 

 

০৩

 

কাজী হুমায়ুন কবির, কারারক্ষী নং ১৩৫০৪

 

০৪

 

জাহিদুল ইসলাম, কারারক্ষী নং ১৩৯৫৮

 

০৫

 

মোঃ মেহেদী হাসান, কারারক্ষী নং  ১৪১১৩

 

০৬

 

মোঃ গোলাম শাহরিয়ার, কারারক্ষী নং- ০৬১২৯

 

০৭

 

 দিপ্ত কুমার দে, কারারক্ষী নং - ৪২৮৩২

 

০৮

 

মোঃ রাফসান জানি, কারারক্ষী নং  ৪৩১৯৭

 

০৯

 

শান্ত চন্দ্র দে, কারারক্ষী নং  ০৫২০৯

 

১০

 

মোঃ কদর আলী, কারারক্ষী নং  ৪৩০২৫

 

১১

 

মোঃ নাহিদ, কারারক্ষী নং  ০৫২১৪

 

১২

 

শান্ত দাশ, কারারক্ষী নং  ২৩৪৮৬

 

সংক্ষিপ্ত বিবরণঃ

সরকার ‘‘ভিশন ২০২১’’ তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আই,সি,টি সেল এবং দক্ষ আই,সি,টি জনবল গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করায় কারা অধিদপ্তরের বিদ্যমান জনবল দিয়ে মে ২০১৬ সালে প্রিজন্স আই সি টি সেল গঠনসহ এর কার্যক্রম শুরু হয় যা কারা বিভাগের ডিজিটাইজেশনের পথে বড় একটি উদ্যোগ। উক্ত সেলটি আই,সি,টি সংক্রান্ত যাবতীয় কর্মকান্ডের সংগঠক, তদারকী, সমন্বয় পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করে থাকে। এছাড়াও কারা বিভাগের নিজস্ব ওয়েবসাইট এ কারা বিভাগের তথা বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক, ঘটনা, তথ্য উপাত্ত নিয়মিতভাবে আপডেট করে থাকে। বাংলাদেশ জেল এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের ইন্টারনেট এবং টেকনোলজিতে প্রশিক্ষিত/দক্ষ করাতেও অবদান রাখছে আই,সি,টি সেল। কারা অধিদপ্তরের তত্ত্বাবধানে সহকারী কারা মহাপরিদর্শক (আইন), ঢাকা এর অধীনে ০১ জন ডেপুটি জেলার এবং ১১ জন কারারক্ষীসহ মোট ১২ জন জনবল নিয়ে প্রিজন্স আইসিটি সেলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আই,সি,টি সেলের কার্যক্রম

১।  ওয়েব সাইট সংক্রান্ত কার্যক্রমঃ

ক) ওয়েব সাইটে কারা মহাপরিদর্শক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক, কারা উপ-মহাপরিদর্শক মহোদয়ের বদলী পরবর্তী যোগদান স্বাপেক্ষে তাঁদের ছবি ও বায়োডাটা প্রতিস্থাপন করা হয়।

খ) কারা অধিদপ্তরের সকল প্রকার সার্কুলার ও বিজ্ঞপ্তিসমূহ আপলোড।

গ)  কারা অধিদপ্তর কর্তৃক সকল পদের পোষ্টিং অর্ডারসমূহ আপলোড।

ঘ) কারা কর্মকর্তা/কর্মচারীদের পাসপোর্ট এর নিমিত্তে এনওসি/জিও যথাসময়ে আপলোড।

ঙ) কারা অধিদপ্তরের বিভিন্ন প্রকার টেন্ডার/পত্রিকায় বিজ্ঞাপন সমূহ আপলোড।

চ) কারা অধিদপ্তরের বিভিন্ন নিয়োগ ও ফলাফল সমূহ আপলোড।

ছ) কারা মহাপরিদর্শক/অতিঃ কারা মহাপরিদর্শক মহোদয়ের স্বদেশ/বিদেশ ভ্রমণ সংক্রান্ত ছবি ও তথ্য ওয়েবসাইটের এ্যালবামে আপলোড।

জ) কারা কর্মকর্তাদের বিদেশ সফর সংক্রান্ত ছবি সংগ্রহ ও ওয়েবসাইটের এ্যালবামে আপলোড।

ঝ) কারাগারের ভালো দিক যেগুলো দৈনিক পত্রিকায় প্রকাশিত তা নিজ উদ্যোগে সংগ্রহ ও আপলোড করা।

ঞ) বিভিন্ন প্রকার প্রজ্ঞাপন ও নীতিমালা ওয়েবসাইটে আপলোড ও সংরক্ষণ করা।

ট) বন্দী তৈরীকৃত বিভিন্ন প্রকার কারাপন্য নিজ উদ্যোগে সংগ্রহ ও আপলোড করা।

ঠ) কারাগারে বিভিন্ন উল্লেখ্যযোগ্য ঘটনা, দিবস, ন্যাশনাল প্যারেড, কারা সপ্তাহ, ইত্যাদির ছবি সংগ্রহ ও আপলোড।

২। Annual Performance Agreement Management Software (APAMS) ব্যবস্থাপনা ও পরিচালনা।

৩। GRS- Grievance Redress System Software ব্যবস্থাপনা ও পরিচালনা।

৪। Idea Bank Software ব্যবস্থাপনা ও পরিচালনা।

৫। ওয়েব মেইল সংক্রান্ত কাজে কারিগরি সহায়তা প্রদান।

৬। সরকারের বিভিন্ন ডিজিটাল কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও বাস্তবায়ন।

৭।  ই-ফাইলিং সংক্রান্ত কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান করা হয়।

৮। Electronics Devices সংক্রান্ত কার্যক্রমঃ  কারা অধিদপ্তরে বিদ্যমান মোট CPU আছে-৯৩ টি, কি-বোর্ড-৯৩ টি, মাউস-৯৩ টি, মনিটর -৯৩ টি, ইউপিএস-৮০ টি, স্ক্যানার-১৯ টি, প্রিন্টার-২৯ টি (প্রতিটিতে সার্বক্ষনিক শেয়ারিং সচল রাখা)সহ সংযোগ স্থাপন, ব্যবস্থাপনা  ও পরিচালনা।

৯।  ইন্টারনেট সংক্রান্ত কার্যক্রমঃ   অধিদপ্তরের ৯৩ টি PC, রাউটার -১২ টি, রাউটার adopte-১২ টি, ইন্টারনেট সুইচ-১৭ টি,  ইন্টারনেট এম,সি- ০৭ টি, তে সার্বক্ষনিক ইন্টারনেট সংযোগ স্থাপন, ব্যবস্থাপনা ও পরিচালনা।

১০। সিসি ক্যামেরা সংক্রান্ত কার্যক্রমঃ  কারা অধিদপ্তর এবং অধিদপ্তর সংলগ্ন এলাকায় সার্বক্ষনিক নিরাপত্তার স্বার্থে ব্যবহৃত ৪২ টি সি সি ক্যামেরা, এ্যাডেপটার, সুইচ, MC, Tj box, অপটিক্যাল ফাইবার নেট ক্যাবল এর সংযোগ স্থাপন, ব্যবস্থাপনা ও পরিচালনা।

১১। Electric Devices সংক্রান্ত কার্যক্রমঃ  কারা অধিদপ্তরের ১৪ টি শাখা, ১ টি ইন্সটিটিউট, ০৮ টি দপ্তর ও কারা কনভেনশন সেন্টারে বিভিন্ন বৈদ্যুতিক সেবা প্রদান করা হয়।

১২। গ্রাফিক্স ডিজাইনঃ জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসের ব্যানার, ফেস্টুন, দাওয়াত কার্ড, লিফলেট ইত্যাদি কেন্দ্রীয় ভাবে ডিজাইন করা হয়।

১৩।  নিয়োগ সংক্রান্ত কার্যক্রমঃ   কারা বিভাগে বিভিন্ন নিয়োগের সময় এসএমএস এর মাধ্যমে আবেদন গ্রহণ, ডাটাবেজ Maintain, আবেদনকারীদের তথ্য প্রদানসহ সকল ধরণের টেকনিক্যাল, (কারিগরি) সহযোগিতা প্রদান করা হয়।

১৪।  ডিজিটাল ডিসপ্লে বোর্ডঃ  কারাডিজিটাল ডিসপ্লে বোর্ড ও এর বৈদ্যুতিক কানেকশন Maintenance এর সকল কাজ করা হয়।

১৫। কনফারেন্স সংক্রান্তঃ  কনফারেন্স রুমের ডিসপ্লে, প্রজেক্টর, প্রজেকশন এবং Zoom, google meeting  এ কনফারেন্স এ অংশগ্রহণ ও কনফারেন্স আয়োজনসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়।

            পরিশেষে বলা যায়, কারা অধিদপ্তরের আই,সি,টি সেল একটি গুরুত্বপূর্ণ শাখা, যেটি কারা বিভাগ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করে যাচ্ছে।

 

                                ***ফটোগ্যালারী *** 

 

  

  

  

  

 

আর্কাইভ                    (ফিরে দেখা)