০১ বিভাগীয় দপ্তর/কারাগারের নাম (ডাক যোগাযোগের ঠিকানাসহ) ঃ ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১
সিনিয়র তত্ত্বাবধায়ক, ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১
কাশিমপুর, গাজীপুর।
০২ বিভাগীয় দপ্তর/কারাগারের সংক্ষিপ্ত ইতিহাস ঃ অত্র কেন্দ্রীয় কারাগারের কার্যক্রম ২৬/৯/২০০১খ্রিঃ চালু হয়।
০৩ কারাগারের জমির পরিমান (ভিতর ও বাহির) ঃ ভিতরে ০৭ একর এবং বহির্ভাগে ৪৮.৫০ একর (উল্লেখ্য যে, বহির্ভাগে ৪৮.৫০ একর জমির মধ্যে কাশিমপুরস্থ ০৪ টি কেন্দ্রীয় কারাগারের আবাসিক এলাকা ৪৫.৫০ একর এবং গাজীপুর-টাংগাইল মহাসড়ক হতে আরপি গেট পর্যন্ত ০৩.০০ একর।
০৪ অনুমোদিত জনবল(পদভিত্তিক ঃ পদের নাম অনুমোদিত পদ
সিনিয়র জেল সুপার ০১
সহকারী সার্জন ০১
জেলার ০১
ডেপুটি জেলার ০৪
ফার্মাসিস্ট/ ডিপ্লোমা নার্স ০২
হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার ০১
কারা সহকারী তথা মুদ্রাক্ষরিক ০২
সর্ব প্রধান কারারক্ষী ০২
প্রধান কারারক্ষী ১০
সহকারী প্রধান কারারক্ষী ১২
কারারক্ষী ১২৫
ড্রাইভার ০১
ডেসপাস রাইডার ০১
এমএলএসএস ০১
সুইপার ০৪
০৫ কারাগারের বন্দী ধারণ ক্ষমতা (পুরুষ/মহিলা(শুধুমাত্র কারাগারের ক্ষেত্রে) ঃ ৩০০ জন(পুরুষ) ধারণ ক্ষমতা।
০৬ কারাভ্যন্তরের বিদ্যমান স্থাপনা (হাজতী/কয়েদীওয়ার্ড,হাসপাতাল ওয়ার্ড, সেল ইত্যাদি)।)শুধূমাত্র কারাগারের ক্ষেত্রে) ঃ পদ্মা- ৪ তলা ভবন (হাজতী) একটি।
মেঘনা- ৪ তলা ভবন (কয়েদী) একটি।
চিত্রা- ৪ তলা ভবন একটি।
যমুনা- ২ তলা ভবন একটি।
৩০ সেল- ২ তলা ভবন একটি।
হাসপাতাল- ১ তলা ভবন একটি।
০৭ কারাভ্যন্তরের বাহিরে বিদ্যমান স্থাপনা (কর্মকর্তা ও কর্মচারীর বাসস্থান, কারারক্ষী ব্যারাক, স্কুল, মসজিদ ইত্যাদি)
(শুধুমাত্র কারাগারের ক্ষেত্রে) ঃ কারারক্ষী ব্যারাক চার তলা- ২টি
স্টোর রুম- ১ টি
কর্মকর্তা ও কর্মচারীদের বাসস্থান- ৩৮ টি (কাশিমপুরস্থ ৪ টি
কারাগারের কর্মকর্তাক ও
কর্মচারীগণ সম্মিলিতভাবে বসবাস করে)
মসজিদ- ১ টি (চারটি কারাগারের নিয়ন্ত্রনাধীন)
স্কুল- ১ টি
০৮ কারাগারে উৎপাদিত দ্রব্যাদির বিবরণ (শুধুমাত্র কারাগারের ক্ষেত্রে) ঃ অদ্যাবধি ওয়ার্ক সেড চালু হয় নাই।
০৯ কারা বাগানে উৎপাদিত শষ্য(ফসলাদিও বিবরণ) ঃ কারা বাগান নাই। তবে ওয়ার্ডের আনাচে-কানাচে কিছু সবজি চাষ হয়ে থাকে।
১০ স্থানীয়/ জাতীয়/আন্তজার্তিক পর্যায়ে অর্জন (যদি থাকে) ঃ নাই।
১১ প্রধান তথ্য কর্মকর্তার পদবী ও ফোন নং ঃ সিনিয়র তত্ত্বাবধায়ক, ফোন ঃ ৯২৯৭০২৫ (বাসা) ৯২৯৭০২৬ (অফিস)
১২ অন্যান্য ঃ ফ্যাক্স নং ৯২৯৭০২৬
১৩ সার্বক্ষনিক যোগাযোগের টেলিফোন নং ঃ ৯২৯৭০২৪ (জেল গেট)