Wellcome to National Portal
কারা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০১৪

রাজশাহী কেন্দ্রীয় কারাগার

০১    কারাগারের নাম(ডাক যোগাযোগের র্ঠিকানাসহ )    ঃ    সিনিয়র জেল সুপার
রাজশাহী কেন্দ্রীয় কারাগার, রাজশাহী।

০২    বিভাগীয় দপ্তর/কারাগারের  সংক্ষিপ্ত  ইতিহাস    ঃ    রাজশাহী কেন্দ্রীয় কারাগার হিসাবে ১৮৪০ সনে এ কারাগার স্থাপিত হয়েছে।


০৩    কারাগারের জমির পরিমাণ (র্ভিতর  ও বাহির )    ঃ    মোট জমির পরিমান = ৫৪.৯৬১০ একর। কারাভ্যন্তরে জমির পরিমান ১৭.৮২৭৫ একর। কারা বহিঃস্থ জমির মধ্যে আবাসিক এলাকার জমির পরিমান ২৫ একর। খালি জায়গা ০৫ একর, পতিত জমি ০৪ একর, পুকুর ৩.১৩৩৫ একর।
০৪    অনুমোদিত জনবল (পদ ভিত্তিক )    ঃ    ১। সিনিয়র জেল সুপার         = ০১ জন
২। সহকারী সার্জন              = ০১ জন
৩। ডেপুটি জেল সুপার          = ০১ জন
৪। জেলার                       = ০১ জন
৫। ডেপুটি জেলার               = ০৭ জন
৬। র্ফামাসিস্ট/ডিপ্লে¬ামা নার্স     = ০২ জন
৭। ল্যাবটেকনিশিয়ান            = ০১ জন
৮। সার্জেন্ট ইন্সট্রাক্টর             = ০১ জন
৯। কারা সহকারী তথা মুদ্রাক্ষরিক= ০৭ জন
১০। সর্ব প্রধান কারারক্ষী         = ০৩ জন
১১। প্রধান কারারক্ষী              = ২০ জন
১২। কারারক্ষী                    = ৪৮০ জন
১৩। মেট্রন                        = ০১ জন
১৪। মহিলা কারারক্ষী             = ০৮ জন
১৫। কারা শিক্ষক                  = ০২ জন
১৬। গাড়ী চালক                   = ০১ জন
১৭। হিসাব রক্ষক                 = ০১ জন
১৮। ফ্যাক্টরী ওভারশিয়ার         = ০১ জন
১৯। টাক্স টেকার                  = ০১ জন
২০। দর্জি                          = ০১ জন
০৫    কারাগারের বন্দী  ধারণ ক্ষমতা(পুরুষ/মহিলা)    ঃ    পুরুষ = ১৪১৯ জন ও মহিলা = ৪১ জন

০৬    কারাভ্যন্তরে বিদ্যমান স্থাপনা (হাজতী/কয়েদী)
ওয়ার্ড, হ্সাপাতাল ওয়ার্ড,সেল ইত্যাদি)।
(শুধূমাত্র  কারাগারের  ক্ষেত্রে )    ঃ    হাজতী ওয়ার্ড-১৩ টি, কয়েদী ওয়ার্ড-১২ টি, হাসপাতাল ওয়ার্ড-০৪ টি, সেল-৫০ টি, ডিভিশন ওয়ার্ড-০১ টি, মহিলা ওয়ার্ড-০২ টি, মহিলা সেল-০২ টি।

চলমান পাতা-০২

 

 

পাতা নং-০২

০৭    কারাভ্যন্তরের  বাহিরে বিদ্যমান স্থাপনা (কর্মকর্তা ও কর্মচারীর বাসস্থান,কারারক্ষী ব্যারাক,স্কুল,মসজিদ ইত্যাদি) (শুধূমাত্র কারাগারের ক্ষেত্রে )    ঃ    কারা উপ-মহাপরিদর্শক এর বাস ভবন ০১টি, সিনিয়র জেল সুপার এর বাস ভবন ০১টি, সহকারী সার্জন এর বাস ভবন ০১টি, ডেপুটি জেল সুপার এর বাস ভবন ০১টি, জেলার এর বাস ভবন ০১টি, ডেপুটি জেলার এর বাস ভবন ০৫টি ০১টি দ্বিতল ভবন। পি.সি.আর বাসা ১০৭টি, কারারক্ষী ব্যারাক ০৩টি ০১টি ৪র্থ তলা ভবন।
০৮    কারাগারে উৎপাদিত দ্রব্যাদির বিবরণ (শুধুমাত্র কারাগারের ক্ষেত্রে )    ঃ    বিভিন্ন সাইজের চেয়ার, মোড়া, দোলনা, পাপোষ, কার্পেট, ফুড কভার, বেডঝাড়–, চাঁদর, গামছা, লুঙ্গি, কয়েদী কাপড়, ডেডষ্টক মালামাল, সকল কারাগারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার ফরম ও রেজিষ্টার পত্র।
০৯    কারাবাগানে উৎপাদিত শষ্য/ফসলাদির  বিবরণ    ঃ    ফুলকপি, বাধাকপি, পালংশাক, বেগুন, মূলা, ঢেড়স, টমেটো, গাজর, ডাটা, শালগম, কচু, ওলকপি, গোল আলু , লালশাক ইত্যাদি কারা বাগানে উৎপাদিত হয়।


১০    স্থানীয়/জাতীয় /আন্তজাতিক পর্যায়ে অর্জন  (যদি থাকে )    ঃ    পল্লী উন্নয়ণ ও সমবায় মেলা-২০১১ মেলায় ‘‘সনদ পত্র’’ প্রাপ্ত।

১১    প্রধান তথ্য কর্মকর্তার  পদবী  ও ফোন নন্বর    ঃ    সিনিয়র জেল সুপার, ফোন নং- ০৭২১-৭৭২৭৯১

১২    অন্যান্য    ঃ    কারা প্রশিক্ষণ কেন্দ্রে কারা তত্ত্বাবধায়ক ডেপুটি জেলার কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


১৩    সার্বাক্ষনিক যোগাযোগের টেলিফোন নং    ঃ    ০৭২১-৭৭২৯২৪