Wellcome to National Portal
কারা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জ জেলা কারাগার

 

 

 

 

 

 

 

 

 

 

০১.    কারাগারের নাম (ডাক যোগাযোগের ঠিকানাসহ)    ঃ    
          নারায়নগঞ্জ জেলা কারাগার, নারায়নগঞ্জ ।
০২.    কারাগারের সংক্ষিপ্ত ইতিহাস    ঃ    নবনির্মিত নারায়নগঞ্জ    
        জেলাকারাগারটি ২০০৩  সালে ২১ জানুয়ারী স্থাপিত হয় ।
০৩.    কারাগারের জমির পরিমাণ (ভিতর ও বাহির)    ঃ    
        ভিতর ৮ একর, বাহির ৪ একর।
০৪.    অনুমোদিত জনবল (পদ ভিত্তিক)    ঃ    জেল সুপার-০১,   
        সহকারী সার্জন-০১, জেলার-০১, ডিপ্লোমা নার্স-০১, ডেপুটি
        জেলার-০১, সর্ব প্রধান কারারক্ষী-০১, প্রধান কারারক্ষী-০৩, কারা
        সহকারী-০১, কারারক্ষী-৭৬, মহিলা কারারক্ষী-০৫ ।
০৫.    কারাগারের বন্দী ধারণ ক্ষমতা(পুরুষ+মহিলা)    ঃ    (১৭০+৩০)= ২০০ জন ।
০৬.    কারাভ্যন্তরে বিদ্যমান স্থাপনা (হাজতী/কয়েদী ওয়ার্ড, হাসপাতাল ওয়ার্ড, সেল ইত্যাদি)    ঃ    ডিভিশন ওয়ার্ড, কিশোর ওয়ার্ড, বড় চৌকা, শাপলা ওয়ার্ড, পদ্মা     ওয়ার্ড, বেলী ওয়ার্ড, কারা ক্যান্টিন, কারা হাসপাতাল, শিমুল ভবন, রজনী ভবন, খাদ্য-গুদাম, সেল, মহিলা ওয়ার্ড , কারা লাইব্রেরী।
০৭.    কারাগারের বাহিরে বিদ্যমান স্থাপনা( কর্মকর্তা ও কর্মচারীর বাসস্থান, কারারক্ষী ব্যারাক,স্কুল, মসজিদ ইত্যাদি)    ঃ    কারারক্ষী ব্যারাক, কারা ক্যান্টিন, খাদ্য-গুদাম, কারা জামে মসজিদ, জেলারের বাসভবন, জেল সুপারের বাসভবন, কারা কর্মকর্তা/কর্মচারীদের ২য় তলা বিশিষ্ট ১ টি, আড়াইতলা বিশিষ্ট ১ টি ,৩য় তলা বিশিষ্ট ১ টি,৪র্থ তলা বিশিষ্ট ১ টি আবাসিক ভবন ।
০৮.    কারাগারে উৎপাদিত দ্রব্যাদির বিবরণ    ঃ    জামদানী শাড়ী ।
০৯ .   কারা বাগানে উৎপাদিত শস্য/ফসলাদির বিবরণ    ঃ    লাল শাক, বেগুন, পুঁইশাক, ফুল কপি, বাঁধা কপি, মূলা,পেপে ইত্যাদি ।
১০.    স্থানীয়/জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ে অর্জন     ঃ    কারারক্ষী কল্যান ১ম স্থান ২০০৮
১১.  প্রধান তথ্য কর্মকর্তার পদবী ও ফোন নম্বর    ঃ    জেল সুপার, ফোনঃ ০২-৭৬৪৭১২৩
১২.  সার্বক্ষনিক যোগাযোগের টেলিফোন নং    ঃ    ০২-৭৬৪৮৫৫২